একটি চাকরি যখন সোনার হরিণ হয়ে গেছে, তখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী নিজেই নিয়েছেন চাকরি দেওয়ার উদ্যোগ। তা
র নাম মাকসুদা রহমান স্বর্ণা। এই উদ্যোগে মূল উপজীব্য ইন্টারনেটকেন্দ্রিক মার্কেটিং সিস্টেম ই-কমার্স। বাংলাদেশে এ ধারণা নতুন বললে ভুল হবে। এরই মধ্যে অনেক ই-কমার্স চালু হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই নাম লিখিয়েছে সফলতার খাতায়।

সংক্ষেপে ই-কমার্স হলো এমন একটি ওয়েবসাইট যেখান থেকে মানুষ পণ্য কিনতে পারে। ইন্টারনেটের সজলভ্যতা, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার হওয়ার কারণে এখন এই ধরনের ব্যবসা বেশ জমে উঠেছে। আর এ প্রযুক্তিকেই কাজে লাগাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাকসুদা রহমান স্বর্ণা।

ফেসবুকে পেইজ (https://www.facebook.com/bddokan0088) এবং গ্রুপ (https://www.facebook.com/groups/bddokan/) এর মাধ্যমে ব্যবসা শুরু করেছেন স্বর্ণা। ১ নভেম্বর থেকে ফেসবুকের মাধ্যমে এই জগতে প্রবেশ তার, বিডি দোকান নাম নিয়ে।
স্বর্ণা জানালেন, ই-কমার্স সাইট (http://bddokan.com/) বানানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ডোমেইন এবং হোস্টিং কেনার পর এখন ডিজাইনার সেটি নকশা করছেন। এরই মধ্যে তিনি তার ক্রেতাদের সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোনে সেবা দিয়ে যাচ্ছেন।

অর্থায়নের ব্যাপারে তিনি বলেন, তার আরেক উদ্যোক্তা বন্ধুর সহায়তায় অর্থায়ন হচ্ছে। এজন্য তাকে মালিকানার অংশ দেয়া হচ্ছে।
অনলাইনে ব্যবসার ক্ষেত্রে কোনো সরকারি নীতিমালা না থাকায় ব্যাংক লোন কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা পেতে সমস্যা হচ্ছে বলে জানান স্বর্ণা। এখন তারা অনলাইনে ক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের অর্ডার নিচ্ছেন এবং অর্থ প্রদানের জন্য বিকাশ ও ডাচ বাংলা মোবাইল ব্যাংককে বেছে নিয়েছেন।
এছাড়াও ঢাকায় নিজেদের কর্মী এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিন কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহ করে থাকে বিডি দোকান। এখন এ দোকানে রয়েছে প্রায় লক্ষাধিক টাকার পণ্য।
No comments:
Post a Comment