NEWS UPDATE

উদ্যোক্তা হবার জটিল পথে মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে আগাতে হয়
ইন্ডিয়ান আইডল বা ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ নামের অনুষ্ঠান গুলো থেকে যে ১ম/২য়/৩য় হয়েছিলো তাদের আর টিকিটির দেখা নেই কেনো সে এক বিরাট প্রশ্ন। আমাদের হাবিব, হৃদয় খান বা ইন্ডিয়ার সনু নিগম কিন্তু এ ধরনের কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আজ তারা এত বিখ্যাত হয়নি। এই যে বিশ্বে আজ এত সফল ব্যবসায়ী বা উদ্যোক্তা আছেন তারাও কিন্তু হৈ হুল্লর করে কোন প্রতিযোগিতা আর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হননি। এই চিরসত্যটা সব সময়ের জন্যই প্রযোজ্য। আজ স্টার্টআপ কাপ, বাঁশ, হাব নামধারী এসব আয়োজন নিয়ে যারা মত্ত আছেন তারা মূলত যেটা করছেন তা হচ্ছে আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যাস্ত হয়ে সময় নষ্ট করা। আপনি বলবেন, আরে ভাই এতে সমস্যা কি, দেশের ৪৭% শিক্ষিত বেকার হয়ে আছে। তারা নিজেই যাতে উদ্যোগ নিয়ে কিছু একটা করে তার জন্য উৎসাহ, অনুপ্রেরনা আর সাহস দেবার জন্য এগুলো করা হচ্ছে। আমি বলি জনাব, পেছন থেকে ধাক্কা দিয়ে যাকে ঠেলে নিতে হয় তার সারা জীবন এভাবে ধাক্কা খেয়েই আগাতে হবে। ধাক্কা বন্ধ হলেই তার আগানো বন্ধ হয়ে যাবে। কারন যে নিজে থেকেই হামাগুড়ি দিয়ে হলেও আগাতে চায়না সে যখন ধাক্কা খেয়ে এগোবে তখন আর হামাগুড়ি দিয়ে যে এগোনো যায় সেটাই আর মানতে চাইবেনা। উদ্যোক্তা হবার জটিল পথে সব সময় কিন্তু দৌড়ে বা হেটে আগানো যায়না, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে আগাতে হয়।
-NUR UDDIN

*********************************************************************************



বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুক ভিত্তিক গ্রুপ 'চাকরি খুঁজব না চাকরি দেব' গ্রুপের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে উদ্যোক্তা হাট। ১০-১২ ফেব্রুয়ারি ধানম-ির ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশনে (ডবিস্নউভিএ) মিলনায়তনে উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হবে।







এ উপলক্ষে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে সংবাদ সম্মলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উদ্যোক্তা হাটের বিভিন্ন বিষয় তুলে ধরেন উদ্যোক্তা হাটের সমন্বয়ক আসাদ ইকবাল। এ সময়ে তিনি বলেন, দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিন কোটি। প্রতি বছরই কর্মবাজারে নতুন ২১ লাখ তরুণ-তরুণী যুক্ত হচ্ছে। সরকারি চাকরির মাধ্যমে যে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই সমস্যার সমাধানে সারবিশ্বে চলছে লাখ লাখ উদ্যোক্তা তৈরির কাজ। আর বাংলাদেশেও উদ্যোক্তা তৈরির এ কার্যক্রমকে সহায়তায় করা এবং নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করতেই এমন উদ্যোগ। 


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিবিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বিডিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, হাটের পৃষ্ঠপোষক প্রিয়শপডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খানসহ অনেকে। এছাড়া সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকভিত্তিক 'চাকরি খুজব না চাকরি দেব' গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা দেয়ার জন্যই উদ্যোক্তা হাটের আয়োজন। এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে এবং দর্শক ও ক্রেতারা তা কিনতে পারবেন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এই উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্যোক্তা হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো_ প্রিয়শপডটকম, জেনন ইলেক্ট্রনিক্স, এওটি ফ্যাশন, হোস্টমাইটডটকম, প্রাইম আইটি, সল্যুশন কিচেন, আইটু গিফটশপ, সাবাহুন ক্রাফট অ্যান্ড ডিজাইন, ফরচুন আইটি, সফটকল, ফাইভ টু ফাইভ শপিং, পেট এক্সেসরিজ, এবিএইচ ওয়ার্ল্ড আইটি, হোপ ট্রেড, উইকেন্ড পে, সফটেক ইনোভেশন লি., আপনপ্লাস, নিডসজোন, আরএস সফটওয়্যার, আপনজোন, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লি., ২৩ ডিগ্রি, ক্ষুদ্রসফট, দেশি স্বাদ, ফ্রেন্ডস ফুড, গদিঘর, এটি হজ সার্ভিসেস, সালদা, শাহীনস হেল্পলাইন, বিডি ভেঞ্চার লিমিটেড, পার্পল আইটি, আর্তব বিডি, আমারগ্যাজেট, মহুয়া, দিশাস রোড বস্নক, সাইটনেইম বিডি, সওদাগর, জেড প্যাক, এক্সপার্ট ল্যাব বিডি, ভাইপার লেদার। এ হাটের সহযোগিতায় রয়েছে বিডি ভেঞ্চার লিমিটেড ও প্রিয়শপডটকম। এছাড়াও হাটের আয়োজন সহযোগী বেসিস। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আরএস সফটওয়্যার, আপনজোন, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লি.

*********************************************************************************************

সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আগ্রহীদের মিট-আপ : 

Organize By : উদ্যোক্তা হতে চাই যারা (বিজনেস আইডিয়া,অভিজ্ঞতা) 




আমরা অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আগ্রহী। আমরা যারা আছি এই সেক্টরে তাদের নিজেদের মধ্যে একটা পরিচয় এবং আলোচনার লক্ষ্যে এই আয়োজন । কেউ যদি চান তাহলে কিছু খরচপাতির ব্যবস্থা করা যেতে পারে সে ক্ষেত্রে সবার জন্য একটা ফি ধার্য হবে- যারা যারা একমত আছেন কমেন্ট প্লিজ । আর কেউ যদি স্পন্সর হতে চান সে ক্ষেত্রে ও আলোচনা করতে পারেন।


প্রয়োজনে:  01670038737

****কোথায় হবে ?




****সময় ?


 All of you are invited : facebook EVENT

No comments:

Post a Comment